কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ

বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত সিএমএম আলী মাসুদ শেখ এ আদেশ দেন। একটি মানহানি মামলায় কাদের সিদ্দিকী আদালতে হাজির না হওয়ায় এ আদেশ জারি করা হয়।

‘রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্যের কারণে তার বিরুদ্ধে মামলা হয়। রুহুল আমীন মজুমদার নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ১৯ ফেব্রুয়ারি আদালতে মামলা করলে আদালত সমন জারি করেন। পরে কাদের সিদ্দিকী জামিন নেন। এরপর আনীত অভিযোগের শুনানি শেষে আদেশের জন্য তারিখ ধার্য করা হয়। এরপর মামলাটি বদলী হয়ে আলী মাসুদ শেখের আদালতে নেয়া হয়। আদালতের ১৪ টি তারিখ অতিবাহিত হলেও কাদের সিদ্দিকী হাজির হননি। যার কারণে আজ আদালত জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন এবং আদালতে উপস্থিত না হবার কারণ জানাতে নির্দেশ দেন।

No comments

Powered by Blogger.