কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মানহানির একটি মামলায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর  কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে ‘রাজাকার’ বলায় ন্যাশনাল এফএফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন মজুমদার গত বছরের ১৯শে ফেব্রুয়ারি কাদের সিদ্দিকীর বিরুদ্ধে এই মামলাটি করেছিলেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ সেখ গতকাল তার বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দিয়ে আগামী ১১ই ডিসেম্বর এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন। অভিযোগ গঠনের ধার্য দিনে কাদের সিদ্দিকী আদালতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয় বলে তার আইনজীবী মাহবুব হাসান রানা জানিয়েছেন। একই সঙ্গে মামলার বাদী ১৪টি ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় তাকেও কারণ দর্শাতে বলা হয়েছে। মামলায় বলা হয়, ২০১২ সালের ২রা সেপ্টেম্বরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় কাদের সিদ্দিকী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পাকিস্তান রাষ্ট্রকে রক্ষার চেষ্টা করেছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় আল-বদর, আল-শামস বাহিনী সৃষ্টি করে তাদের  বেতনভাতা দিতেন। রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রী রেখে যুদ্ধাপরাধের বিচার সম্ভব নয়। কাদের সিদ্দিকীর এ বক্তব্যে মুক্তিযোদ্ধা হিসেবে মানহানি হয়েছে বলে অভিযোগ করেন রুহুল আমিন মজুমদার। এদিকে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে কাদের সিদ্দিকী আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন বলে গতকাল দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিকাল চারটায় কাদের সিদ্দিকীর বাসভবনে এ সংবাদ সম্মেলন হবে।

No comments

Powered by Blogger.