বোকামির জন্য দায়ী ভাইরাস

মাঝে মাঝে আমরা সকলেই কেমন যেন বোকা বনে যাই। অকারণেই করে ফেলি বোকা বোকা কাণ্ড।
কেন বলুন তো?
এমনিতে তো সকলেই নিজেদের বেশ বুদ্ধিমান বলেই দাবি করি, তবে কেন এই হঠাৎ বোকা বোকা কাণ্ডকারখানা?
জানা গেছে, এক বিশেষ ধরণের ভাইরাসের আক্রমণেই নাকি বোকামি চেপে বসে মাথায়! আর সে ভাইরাসটির নাম ‘অ্যালগি’।
নেব্রাস্কা ইউনিভার্সিটির জন হপকিনস মেডিক্যাল স্কুলের গবেষকরা বহুদিন ধরে সুস্থ মানুষের ওপর অ্যালগি ভাইরাসের সংক্রমণ নিয়ে গবেষণা করছিলেন। তারা দেখেছেন, এই ভাইরাসের সংক্রমণই মানুষের বোকামির কারণ। মোট ৯০ জনের ওপর গবেষণা চালিয়ে ৪০ জনের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গেছে।
প্রসেডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেসে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

সূত্র : ইন্টারনেট

No comments

Powered by Blogger.