জীবননগরে মৌমাছিতে কুপোকাত ৩

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামে ক্ষেতে কাজ করার সময় মৌমাছির কামড়ে আহত হয়েছে তিন কৃষক।  আহতরা হচ্ছেন উপজেলার বাঁকা গ্রামের আলতাফ হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩৫),মগরেব মন্ডলের ছেলে রাসেল (১৮) ও আবুল কালামের ছেলে আমির হোসেন (১৮)। আহতদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়,জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আলমগীর, রাসেল ও আমিরসহ অন্যান্য কৃষকেরা সকাল সাড়ে ৯ টার দিকে ক্ষেতে কাজ করার সময় হঠাৎ এক ঝাঁক মৌমাছি ধাওয়া করে। মৌমাছির কামড়ের শিকার আলমগীর,আমির ও রাসেলকে আহত অবস্থায় অন্য কৃষকরা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেণ।
বাঁকা ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষকরা মাঠে কৃষি কাজ করছিলেন। তারা এ সময় মৌমাছির কামড়ের শিকার হয়। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, মৌমাছির কামড়ের শিকার আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।

No comments

Powered by Blogger.