‘শেখ হাসিনার নেতৃত্বের কারণেই আন্তর্জাতিক ফোরামে বিজয়’ -স্পিকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আইটিইউ, সিপিএসহ একাধিক আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের বিজয় সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নবনির্বাচিত চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, মানুষের চাওয়া-পাওয়া এবং উন্নয়নের মাপকাঠিতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে।  বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। ২০২১ সালে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নারীদের সম্পৃক্ত করা হয়েছে।  বাংলাদেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমে এসেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও ও গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বের পঞ্চাশটি দেশের পার্লামেন্টের সম্মিলিত সংগঠন সিপিএ‘র নেতৃত্ব দিচ্ছে আজ বাংলাদেশ। স্পিকার দেশের সকল দুর্যোগে ও জাতীয় উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করেন ও তাকে সংবর্ধনা দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। প্রবীণ সাংবাদিক আব্দুল গাফফর  চৌধুরীর সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংদসদীয় কমিটির সদস্য ইমরান আহমদ এমপি, জাতীয় সংসদের মহিলা সাংসদ সাবিনা আক্তার তুহিন, প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ।

No comments

Powered by Blogger.