ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নাও হতে পারে : ওবামা

নির্ধারিত সময়ের মধ্যে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নাও হতে পারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এমন হুশিয়ারির পর যুক্তরাষ্ট্র ও ইরান এ দুদেশের মধ্যে ওমানে সোমবার দ্বিতীয় দিনের মতো বৈঠক হয়েছে। রোববার সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা আবার বলেন, উভয়পক্ষ এখনও মতৈক্যে পৌঁছাতে পারেনি। ওবামা পাল্টা প্রশ্ন করেন, আমরা কি আমাদের মতপার্থক্য দূর করতে সক্ষম হব যাতে করে ইরান আবার আন্তর্জাতিক সম্প্রদায়ের বলয়ে প্রবেশ করতে পারবে, নিষেধাজ্ঞা ধীরে ধীরে প্রত্যাহার হয়ে যাবে এবং আমরা নিশ্চিত হব ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না? তিনি বলেন, এখনও অনেক মতপার্থক্য রয়েছে। আমরা সম্ভবত সেগুলো নিরসন করতে পারব না। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেন। পারমাণবিক চুক্তির বিষয়ে ইরানের সঙ্গে পশ্চিমাদের আলোচনায় অচলাবস্থা দূর করতে তারা এ বৈঠক করেন। ইরান ও পশ্চিমাদের মধ্যে পারমাণবিক চুক্তির জন্য আগামী ২৪ নভেম্বর পর্যন্ত মাত্র সময় রয়েছে। তবে একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি চুক্তি কেমন হবে তা এখনও ঠিক করতে পারেনি তেহরান ও বিশ্বশক্তি। আলোচনা চালিয়ে যেতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের ওপর নিজ নিজ দেশের চাপ রয়েছে। জাতিসংঘের স্থায়ী পরিষদের পাঁচ সদস্য ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং জার্মানি ও ইরান গত জুলাই মাসে তেহরানের পারমাণবিক কর্মসূচি হ্রাসে একটি সমন্বিত চুক্তিতে পৌঁছাতে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধির বিষয়ে একমত হয়।
তবে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো ও ইরানের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তি এখনও অধরা রয়ে গেছে। পশ্চিমাদের অভিযোগ, ইরান পারমাণবিক কর্মসূচির আড়ালে আণবিক বোমা তৈরি করছে। তবে ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, তারা বেসামরিক কাজে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। মাসকাটে কেরি, জারিফ ও ইইউর সাবেক পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাস্টোন রোববার দুটি বৈঠক করেন।

No comments

Powered by Blogger.