ঢাবি এখন দখলদার কবলিত :শফিউল আলম প্রধান

জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের ছত্রছায়ায় ছাত্রলীগ প্রতিবাদী ছাত্রদের উপর বেপরোয়া হামলা চালাচ্ছে। এরা প্রশাসনের সহায়তায় নারীদের ইজ্জত-আব্র“’র উপর হাত দিচ্ছে। সকল মহৎ আন্দোলনের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দখলদার-হানাদার কবলিত। আজ মঙ্গলবার জাতীয় প্রেস কাবের সামনে জাগপা ছাত্রলীগ আয়োজিত প্রতিবাদী ছাত্র সমাবেশে তিনি একথা বলেন। প্রধান বলেন, প্রসাশনের সহায়তায় ছাত্রলীগের নেতাকর্মীরা হিজাব, দাঁড়ি ও ধর্মপ্রাণ ছাত্র-ছাত্রীদের হল থেকে বহিস্কার করছে। সমাবেশে ছাত্র নেতৃবৃন্দ বলেন, ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের পর ৭১’র মত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে হানাদার ও দখলদারমুক্ত করা হবে। বাংলাদেশের মাটিতে ধর্মদ্রোহী ভারতীয় দালালদের ঠাঁই নাই। জাগপা ছাত্রলীগ সভাপতি সাইফুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক সাব্বির আলম চৌধুরী রাজিবের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ৯০’র ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান। এতে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র সমাজের সভাপতি মোঃ ইলিয়াস আতাহারী, জাগপা ছাত্রলীগের রাকিবুল ইসলাম রুবেল, নাহিদ হাসান, মিনহাজ প্রধান রাব্বি, আবু নাঈম, ঢাকা মহানগর জাগগা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান ফারুকী, সালাউদ্দিন আহমেদ, মোঃ জীবন প্রমুখ।

No comments

Powered by Blogger.