ঢাবি কর্তৃপক্ষের বিরুদ্ধে আলেমদের আন্দোলনের হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়া, পর্দা করা ও ইসলামী বই রাখার অপরাধে কয়েকজন ছাত্রীকে হল থেকে বহিষ্কারের প্রতিবাদ জানিয়েছে খেলাফতে মজলিস ও সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ। আজ এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের সদস্য সচিব মাওলানা জাফরুল্লাহ খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এই অঞ্চলের মুসলমান সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করার জন্য। কিন্তু এখন বিশ্ববিদ্যালয় সন্ত্রাস, খুন, নৈরাজ্য, ধর্ষণ, যৌন হয়রানি, অশ্লীলতা, মাদকসেবন, অস্ত্রবাজি ও দুর্নীতি চর্চার অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিবৃতিতে বলা হয়, নামাজ, হিজাব ও ইসলামী বই রাখার অপরাধে যেসব ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে, সেসব ছাত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশের আলেম সমাজ ধর্মপ্রাণ তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে ইসলাম বিদ্বেষী ঢাবি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইসলাম বিরোধী তৎপরতার কেন্দ্রে পরিণত করা হচ্ছে বলে অভিযোগ করেন খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইসহাক ও মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের।

No comments

Powered by Blogger.