প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ড. ইউনূস

পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে দীক্ষান্ত ভাষণ দেয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ইউনূস প্রস্তাব ফিরয়ে দেয়ার কারণ হিসেবে বলেছেন, তার পূর্বনির্ধারিত কর্মসূচির কথা। তবে শুধু ইউনূসই নন, এর আগে লেখক অমিতাভ ঘোষ এবং বিশিষ্ট অধ্যাপক অরিন্দম চক্রবর্তীও একই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালযের ভিসি অভিজিৎ চক্রবর্তীর পদত্যাগ দাবিতে ছাত্র-ছাত্রীরা যে আন্দোলন করছেন তা সারা বিশ্বেই শোরগোল তুলেছে। এই অবস্থায় বিতর্কিত ভিসির প্রস্তাব কেউই গ্রহণ করতে চাইছেন না বলে মনে করা হচ্ছে। আগামী ২৪শে নভেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালযের সমাবর্তন। এই অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের একাংশ বয়কট করার কধা ঘোষণা করেছে। তবে সর্বশেষ জানা গেছে, সমাবর্তনে দীক্ষান্ত ভাষণ দিতে রাজি হয়েছেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী শংকর সেন। তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সাবেক প্রধান। তিনি প্রস্তাব গ্রহণ করেছেন বলে জানিযেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় ভিসি’র পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা আন্দোলন শুরু করেছিল। এক সময় পুলিশ ডেকে আনার ঘটনা নিয়ে ফের তোলপাড় হয় বিশ্ববিদ্যালয়। তারপর থেকে ছাত্রদের আন্দোলন ‘হোক কলরব’ নামে চারদিকে ছড়িয়ে পড়ে। অভিজিৎ চক্রবর্তীকেই স্থায়ী ভিসি করার প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে।

No comments

Powered by Blogger.