স্থপতি মঈনুল হোসেন আর নেই

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মঈনুল হোসেন আর নেই (ইন্নানিল্লাহি....রাজিউন)। সোমবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৬২ বছর। গতকাল হার্ট এ্যাটাক নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে আজ বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  মাইনুল হোসেনের স্বজনেরা জানিয়েছেন, তার মরদেহ হাসপাতাল থেকে নেয়া হবে তার শান্তিনগরের বাসায়। রাতে রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে। তার দুই মেয়ের মধ্যে বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলেই দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে স্থপতি সৈয়দ মঈনুল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট এডভোকেট আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া।

No comments

Powered by Blogger.