ইরান-ছয় জাতি পরমাণু চুক্তি ২৪ নভেম্বর : লাভরভ

ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে রাশিয়া ও আমেরিকা আগামী ২৪ নভেম্বরের মধ্যেই চূড়ান্ত চুক্তি সই হওয়ার পক্ষে। এ কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। চূড়ান্ত চুক্তি যাতে হয় সেজন্য এ দুই দেশ সর্বাÍক চেষ্টা করবে বলেও তিনি জানিয়েছেন।
লাভরভ বলেন, এই সময়সীমার মধ্যে একটি চুক্তি সম্পাদনের বিষয়ে আমেরিকার সঙ্গে আমাদের একটা সমঝোতামূলক অবস্থান রয়েছে। রোববার চীনের রাজধানী বেইজিংয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ফোরাম বা অ্যাপেক সম্মেলনের অবকাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক শেষে সের্গেই লাভরভ এসব কথা বলেন।তিনি বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠী এখন বৈঠক করছে মূলত তেহরানের ওপর থেকে ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিবর্তে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির নিশ্চয়তার জন্য।ইরান ও ছয় জাতিগোষ্ঠী যখন ওমানের রাজধানী মাস্কাটে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে তার আগ মুহূর্তে লাভরভ চুক্তির বিষয়ে এমন আশাবাদ ব্যক্ত করলেন।

No comments

Powered by Blogger.