দেশজুড়ে ১৮ দলীয় জোটের বিক্ষোভ

দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সারাদেশে ১৮ দলীয় জোট মিছিল ও সমাবেশের আয়োজন করে। ব্যুরো, অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো  খবর :
বরিশাল :বিএনপির কিছু কর্মী ঝটিকা মিছিল করেছে। শনিবার সকালে নগরীর বাজার রোডে দক্ষিণ জেলা বিএনপির ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছু দূর অগ্রসর হওয়ার পর পুলিশ আসার আগেই সবাই সটকে পড়ে।
খুলনা :মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম। বক্তব্য রাখেন সিটি মেয়র মো. মনিরুজ্জামান মনি, বিজেপির সভাপতি লতিফুর রহমান লাবু, পিপলস লীগের সভাপতি ডা. সৈয়দ আফতাব হোসেন, বিএনপি নেতা কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী প্রমুখ।
নেত্রকোনা :জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, আবদুল মান্নান তালুকদার, ইমরান খান চৌধুরী প্রমুখ।
জামালপুর : মহিলা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, আমজাদ হোসেন, শহিদুল হক খান দুলাল, ফিরোজ মিয়া, গোলাম রব্বানী, এমদাদুল হক হীরা, সজীব খান, কাজী মশিউর রহমান, শফিউর রহমান শফি, মাইন উদ্দিন বাবুল প্রমুখ।
মদন (নেত্রকোনা) :উপজেলা বিএনপি সভাপতি এমএ হারেছের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এন আলম, আবু তাহের আজাদ, কামরুজ্জামান চন্দন, মুজিবুর রহমান চৌধুরী, বজলু রহমান প্রমুখ।
বাগেরহাট :জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দীপুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, আসাদুজ্জামান, মোজাফফর রহমান আলম প্রমুখ।
নাটোর :বিএনপির মিছিলটি কমেলা সুপার মার্কেটের সামনে গেলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী গোলাম মোর্শেদের সভাপতিত্বে বক্তৃতা করেন আমিনুল হক, কাজী শাহ আলম, রুহুল আমিন তালুকদার টগর প্রমুখ।
চিলমারী (কুড়িগ্রাম) :চিলমারী ডিগ্রি কলেজ মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মাহফুজার রহমান মঞ্জু, আবদুল মতিন সরকার শিরিন, আবু হানিফা, লোকমান হোসেন, আনোয়ারুল ইসলাম দুলাল, আমিনুল ইসলাম, সালেকুর রহমান প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ :সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারু, জামায়াতের লতিফুর রহমান, আমিনুল ইসলাম মতি, মুখলেসুর রহমান প্রমুখ।
মৌলভীবাজার :সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল মুকিত, মৌলভী আবদুল ওয়ালী সিদ্দিকী, জেলা জামায়াতের সেক্রেটারি শাহেদ আলী, জমিয়তে উলামা নেতা মাওলানা হাবিব উল্যা, মুজিবুর রহমান মুজিব, মতিন বখস প্রমুখ।
বানারীপাড়া (বরিশাল) :বানারীপাড়ায় পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেননি উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কার্যালয়ের ভেতরে উপজেলা বিএনপির সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টারের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :স্টেশন রোডে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, আতাউর রহমান লাল হাজি প্রমুখ।
গাইবান্ধা :জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান, মাহমুদুনবী টিটুল, আবদুল মান্নান সরকার প্রমুখ।

No comments

Powered by Blogger.