টেস্টে ফিরতে চান রিয়াদ

দৈর্ঘ্যে চারদিন, দলও চারটি। চারদিন দৈর্ঘ্যের চার দলীয় বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) শুরু হতে যাচ্ছে আগামীকাল। আম্বার বিজয় দিবস টি২০ ক্রিকেট টুর্নামেন্ট সফল হওয়ার পর বিকেএসপিতে অনুষ্ঠিতব্য এই চারদিনের প্রথম শ্রেণীর টুর্নামেন্টের দিকে নজর এখন আয়োজক-নির্বাচক-খেলোয়াড় সবারই। গত পরশুই বিসিবি আশ্বস্ত হয়েছে যে, শ্রীলংকা আসছে। শ্রীলংকার বিপক্ষে সিরিজকে সামনে রেখে বড় দৈর্ঘ্যের এই টুর্নামেন্ট খেলোয়াড়দের পরখ করে নেওয়ার ক্ষেত্রে বাড়তি এক সুযোগ তৈরি করবে। পাশাপাশি ক্রিকেটারদেরও লক্ষ্য থাকবে ভালো খেলে নির্বাচকদের নজরে আসার। শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে ২৭ জানুয়ারি থেকে। শ্রীলংকার আসার কথা ২৪ জানুয়ারি। তার আগেই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ২২ জানুয়ারি থেকে। বিসিএলের প্রথম দুই রাউন্ডের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২-১৫ ও ১৮-২১ জানুয়ারি। শ্রীলংকা সফর শেষ হলে পরবর্তী রাউন্ডগুলো অনুষ্ঠিত হবে বলে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে এই দুই রাউন্ডেই থাকবে সবার পাখির চোখ। বিশেষত, সূচিগুলো অনেক কাছাকাছি হওয়ায় লাইম লাইটে আসার জন্য সবচেয়ে ভালো সুযোগ প্রথম রাউন্ডের ম্যাচ দুটোই। আগামীকাল বিকেএসপির ২ নম্বর মাঠে একটি ম্যাচে মুখোমুখি হবে ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোন। এই ম্যাচ সামনে রেখে গতকাল শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে হালকা অনুশীলন করেছে ওয়ালটন সেন্ট্রাল জোন। সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আশাবাদ ব্যক্ত করেছেন, তার দল ভালো পারফরম করবে। জাতীয় দলের হয়ে ওয়ানডেতে ধারাবাহিকভাবে ভালো খেললেও গত কিছু দিন টেস্টে একদমই ভালো করতে না পারা এই অলরাউন্ডার ব্যক্তিগতভাবেও ভালো খেলতে চান। গত বছর বাংলাদেশ সমান দুটি করে মোট ৬টি টেস্ট খেলে যথাক্রমে শ্রীলংকা, জিম্বাবুয়ে ও দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এর মধ্যে ৩টি ম্যাচে সহঅধিনায়ক হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন রিয়াদ। পাঁচ ইনিংস ব্যাট করে রান করেছিলেন যথাক্রমে ০, ৮, ০, ৩ ও ২১। জিম্বাবুয়ের মাটিতে ২ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বাংলাদেশ হারে ৩৩৫ রানে। ওই টেস্টে রিয়াদের রান ছিল ৩ ও ২১। পরের টেস্টে বাংলাদেশ ১৪৩ রানে জিতে সিরিজে সমতা আনে। সেই ম্যাচে সুযোগ পাননি তিনি। গত অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয়। ওই সিরিজে স্কোয়াডে থাকলেও মমিনুল হকের কাছে একাদশে জায়গা হারান। মমিনুল ওই সিরিজে দুর্দান্ত খেলে আপাতত নিজের স্থান পাকা করে নিয়েছেন টেস্ট দলে। তাই টেস্ট দলে সুযোগ পাওয়ার জন্য বিসিএলে ভালো খেলার কোনো বিকল্প নেই বলেই মনে করেন রিয়াদ। গতকাল অনুশীলনের সময় বললেন, 'বিগত কিছু দিন ওয়ানডেতে ভালো খেললেও, টেস্টে আমি মোটেও ভালো করতে পারিনি। দলে ফিরতে হলে এই টুর্নামেন্টে ভালো করতেই হবে। আশা করি, ভালো পারফরম করে আবারও দলে জায়গা করে নেব।' রিয়াদের মতো অনেকেরই টেস্ট দলে সুযোগ পেতে কিংবা দলে ফিরতে বিসিএলের প্রথম ম্যাচ থেকেই ভালো খেলার কোনো বিকল্প নেই।

No comments

Powered by Blogger.