লিবিয়ার শিল্প উপমন্ত্রী গুলিতে নিহত

লিবিয়ার শিল্প উপমন্ত্রী হাসান আল-দ্রৌয়ী বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন। রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বে অবস্থিত নিজ শহর সিরতির একটি মার্কেটের কাছে তাকে গুলি করে হত্যা করে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। লিবিয়ার অন্তর্বর্তী সরকারের কোনো সদস্যকে হত্যার এটাই প্রথম ঘটনা। ২০১১ সালের অক্টোবরে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটির আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। শিল্প উপমন্ত্রী দ্রৌয়ী হত্যাকাণ্ডের কারণ স্পষ্ট হওয়া যায়নি বলেও বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.