আম পেকেছে by হাসনাত আমজাদ

আম পেকেছে গাছে
যেদিক তাকাও থোকা থোকা আম ঝুলে যে আছে।
হাটবাজারে আমের মেলা
সকাল, দুপুর, বিকেলবেলা
কিনবে যারা, দেখছে তারা, ঘুরছে ধারে কাছে।

হাজার জাতের আম
রানীপ্রসাদ, ল্যাংড়া, সিঁদুর, কত রকম নাম
হিমসাগর আর গোপালভোগের একটু বেশি দাম।

আমবাগানে গেলে
ছেলে বুড়ো, ধনী গরিব, সবার দেখা মেলে।
চুরি না হয়যাতে
গাছের নিচে মাচান বেঁধে পাহারা দেয় রাতে।

সকালবেলায় মা তুলে দেয় আম আর চিড়ে পাতে
মুখ ভরে যায় মিষ্টি রসে গড়িয়ে পড়ে হাতে।

আম পাকার এই মাসে
শহর থেকে সবাই ছুটে গ্রামের বাড়ি আসে
চারদিকে আজ মধুর মেলা আমের গন্ধ ভাসে।

No comments

Powered by Blogger.