অন্য দিগন্ত

এফবিআইয়ের দৃষ্টিতে ছিলেন কার্লোস ফুয়েন্তেস
সদ্য প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থার নথি জানাচ্ছে, প্রয়াত মেক্সিকান লেখক কার্লোস ফুয়েন্তেস (১৯২৮-২০১২) প্রায় দুই দশকের বেশি সময় তাদের নজরদারিতে ছিলেন।
তিনি কমিউনিস্ট এবং ফিদেল কাস্ত্রো ও নিকারাগুয়ার বিপ্লবী সান্দিনিস্তাদের সমর্থক—এ রকম বিশ্বাস থেকে একাধিকবার তাঁর ভিসা প্রত্যাখ্যান করা হয় বিগত শতাব্দীর ষাটের দশকে। মার্কিন যুক্তরাষ্ট্রে শৈশবের বেশ কিছুটা সময় কাটানো মধ্য-বামপন্থী ফুয়েন্তেস কলাম্বিয়া ও হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান

মুঙেখর ১৫০তম জন্মবার্ষিকী
এডওয়ার্ড মুঙেখর ‘দ্য স্ক্রিম’ যাঁরা একবার দেখেছেন, সে বইয়ের পাতাই হোক বা স্বচক্ষে গ্যালারিতে, ভুলতে পারেননি। দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আধুনিক চিত্রশিল্পীদের একজন মুঙ্খ্। জন্মের দেড় শ বছর উদ্যাপন উপলক্ষে তাঁর দেশ নরওয়েতে এ বছরজুড়ে চলছে ২৫০টিরও বেশি চিত্রকর্মের প্রদর্শনী। সেই সঙ্গে নানা সাংস্কৃতিক আয়োজন তো রয়েছেই।
সূত্র: মুঙ্খ১৫০.নো
 রফিক-উম-মুনীর চৌধুরী

No comments

Powered by Blogger.