'প্রার্থনায় সারা বিশ্ব'

সারা বিশ্ব নেলসন ম্যান্ডেলার জন্য প্রার্থনা করছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। নিউ ইয়র্কে গত বুধবার তিনি এ কথা বলেন। ম্যান্ডেলাকে '২০ শতকের অন্যতম কিংবদন্তী' বলে অভিহিত করেছেন তিনি।
আফ্রিকান ইউনিয়নের (সাবেক অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি) ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বান কি মুন বলেন, 'আমি জানি, ম্যান্ডেলা, তাঁর পরিবার, দক্ষিণ আফ্রিকার সব নাগরিক এবং যাঁরা ম্যান্ডেলার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন তাঁদের সবার সঙ্গেই আমাদের সবার প্রার্থনা ও শুভকামনা রয়েছে। আসুন আমরা সবাই দক্ষিণ আফ্রিকার জনগণের উন্নয়নে ম্যান্ডেলার মতো দৃঢ় প্রত্যয় ও সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করি।' বর্ণবাদবিরোধী আন্দোলনে আফ্রিকান ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিউমোনিয়া থেকে ফুসফুসে সংক্রমণ দেখা দেওয়ায় গত ৮ জুন প্রিটোরিয়ার মেডিক্লিনিক হার্ট হাসপাতালে ভর্তি করা হয় ম্যান্ডেলাকে। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.