দৈনন্দিন বিজ্ঞান-জিন বিন্যাস পাট চাষে উন্নতি

কয়েকজন গবেষক পাটের জিন বিন্যাস সম্পর্কে কিছু যুগান্তকারী তথ্য আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। গবেষকরা জানিয়েছেন, এর মাধ্যমে পাট উৎপাদনের ক্ষেত্রে বৈচিত্র্য আনা সম্ভব হবে। যার ফলে দেখা যাবে পাটের বহুমুখী ব্যবহার।
এই গবেষণার সূত্রপাত বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় থেকে। ইন্টেলেকচুয়াল প্রপারটি রাইটস বা বুদ্ধিবৃত্তিক সম্পত্তির অধিকার যাতে বাংলাদেশের থাকে সেই লক্ষ্যে এই গবেষণা। গবেষকরা বলছেন, জন্মসূত্র আবিষ্কারের মাধ্যমে সারা বছর কিভাবে পাট উপাদন করা যাবে তাও জানা সম্ভব হবে। বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এবং জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের একদল গবেষক পাটের জন্মসূত্র আবিষ্কার করেন। এ ছাড়া পাটের আঁশ পাতলা করে বস্ত্র শিল্পে ব্যবহার করার বিষয়টিও উদ্ভাবন করা সম্ভব হবে বলে গবেষকরা আশা করছেন। অধ্যাপক হাসিনা খান বলেন, তুলার সঙ্গে পাট মিশিয়ে বস্ত্র তৈরির চেষ্টা হলেও পাটের আঁশ মোটা হওয়ার কারণে সেটি সম্ভব হয়নি। বৈরী আবহাওয়া ও পরিবেশে পাট উৎপাদনের পাশাপাশি পোকামাকড়ের হাত থেকে পাটকে রক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন এই বিজ্ঞানীরা। পাটের ব্যবহার নতুন নতুন ক্ষেত্রে বাড়ানো গেলে কৃষকরা যেমন লাভবান হবে তেমনি অর্থনীতেতেও বড় অবদান রাখতে সক্ষম হবে।

No comments

Powered by Blogger.