ভারতে নারী নির্যাতনে শীর্ষে পশ্চিমবঙ্গ

ভারতে নারী নির্যাতনের ঘটনায় সব রাজ্যের শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর প্রতিবেদনে এ চিত্র ফুটে উঠেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ৩০ হাজার ৯৪২টি।
আশঙ্কাজনকভাবে নারী নির্যাতনের ঘটনা বেড়েছে রাজ্যের রাজধানী কলকাতায়। প্রতিবেদন বলছে, গত এক বছরে কলকাতায় নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে দুই হাজার ৭৩টি। ২০১১ সালে নারী নির্যাতনের ঘটনায় রাজ্যটিতে দায়ের করা মামলার সংখ্যা ছিল ২৯ হাজার ১৩৩টি। তখনো প্রথম ছিল পশ্চিমবঙ্গ। গত এক বছরে কলকাতায় খুনের ঘটনা বেড়েছে ৫৭.৪ শতাংশ। ধর্ষণের ঘটনা বেড়েছে ৪৭.৮ শতাংশ। অপহরণের ঘটনা বেড়েছে ৮৩.১ শতাংশ। সার্বিকভাবে কলকাতায় অপরাধ বেড়েছে ৪৭.৯ শতাংশ। সূত্র : আনন্দবাজার।

No comments

Powered by Blogger.