মিয়ানমারে দাঙ্গা-একজনের ২৬ বছর কারাদণ্ড

মিয়ানমারে এক বৌদ্ধ নারীর (২৪) গায়ে আগুন দেওয়ার দায়ে এক মুসলমানকে ২৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পুলিশ গতকাল বুধবার এ কথা জানায়।
অভিযোগ রয়েছে, গত ২৮ মে এক বৌদ্ধ নারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় ৪৮ বছর বয়সী ওই মুসলিম পুরুষ।
এতে শান প্রদেশের রাজধানী লাশিওতে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। সহিংসতায় কমপক্ষে একজন নিহত হয় এবং বৌদ্ধরা একটি মসজিদ ও এতিমখানায় আগুন দেয়। পুলিশের কর্মকর্তা মোয়ে জাও লিন বলেন, বৌদ্ধ নারীকে হত্যাচেষ্টা, হামলা এবং মাদক ব্যবহারের দায়ে ওই মুসলমান ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। এদিকে মিয়ানমারের সাম্প্রতিক ধর্মীয় সহিংসতা এবং এতে কিছু বৌদ্ধ ভিক্ষুর অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ইয়াঙ্গুনের বাইরের একটি মন্দিরে বৌদ্ধ ধর্মীয় নেতাদের বৈঠক হবে। সেখানে 'কিভাবে সহিংসতা বন্ধ ও সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা হবে।' সূত্র : এএফপি।


No comments

Powered by Blogger.