সরকারি আপত্তিতে বন্ধ ‘তিন কন্যা’র প্রদর্শন

সরকারি রোষের মুখে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘তিন কন্যা’। গত শুক্রবারই মুক্তি পেয়েছিল অগ্নিদেবের এই ছবি। কিন্তু ছবির বেশ কিছু দৃশ্য নিয়ে সরকারের আপত্তি থাকায় স্টার থিয়েটার থেকে জোর করে তুলে দেওয়া হয়েছে এই ছবি।
এই ছবিতে নারী নির্যাতনের একাধিক ঘটনা দেখানো হয়েছে। মূলত তিনটি মেয়ের জীবন নিয়ে এই ছবি তৈরি করা হয়েছে।
সেখানে পার্ক স্ট্রিটকাণ্ডের সঙ্গে মিল রয়েছে এমন একটি দৃশ্য আছে বলে অভিযোগ করা হয়েছে। সেই দৃশ্য নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে, এবং ছবির এই বিতর্কিত দৃশ্য নিয়ে রাজ্য সরকারের আপত্তি থাকায় এই সরকারের এই রক্তচক্ষুর সামনে পড়তে হল অগ্নিদেবের ছবিকে।

এই ঘটনায় চলচ্চিত্র জগৎ নিন্দায় মুখরিত হয়ে উঠেছে। তবে সবথেকে তাত্পর্যপূর্ণ বিষয়, এই ছবি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে যাওয়া সত্ত্বেও বিশেষ একটি দৃশ্য থাকার জন্য সরকারি হল থেকে কার্যত জোর করে এর সম্প্রচার বন্ধ করে দেওয়া হল।

পরিচালক অগ্নিদেব জানিয়েছেন, আগাম কোনও বার্তা ছাড়াই সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি যথেষ্ট আশাহত ও অবাক। তিনি আরও জানিয়েছেন, এই ছবিতে কোনও রাজনৈতিক মতামতের ছোঁয়া নেই, একেবারে সামাজিক প্রেক্ষাপটই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

তবে ছবিটিতে সরকারবিরেধী তেমন কিছু না থাকলেও বেশ কিছু সাহসী দৃশ্যে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

No comments

Powered by Blogger.