গাজায় ইসরায়েলি হামলা ছয় ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি একটি সেনা জিপ উড়িয়ে দেওয়ার জবাবে গাজায় ইসরায়েলি সেনাদের গোলা ও বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন। চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা গতকাল রবিবার এ কথা জানান। ২০০৯ সালে গাজায় ইসরায়েলি বাহিনীর ২২ দিনের অভিযানের পর এটাই এক দিনে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা।


বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, গত শনিবার গাজার উত্তর সীমান্ত বেড়ার কাছে টহল দেওয়ার সময় একটি ইসরায়েলি সেনা জিপ লক্ষ্য করে ট্যাংকবিধ্বংসী গোলা ছোড়ে ফিলিস্তিনিরা। এতে জিপটি বিধ্বস্ত হয় এবং চার ইসরায়েলি সেনা আহত হন। জবাবে ইসরায়েলি সেনারা ট্যাংক থেকে গোলাবর্ষণ করলে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়।
তবে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর কথা অস্বীকার করে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, যারা মারা গেছে তারা সবাই জঙ্গি ছিল। ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গাজা থেকে আরো ২৫টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করে ইসরায়েলি বাহিনী।
দক্ষিণ ইসরায়েলের রকেট হামলার দায় স্বীকার করেছে গাজার ইসলামপন্থী দল 'পপুলার রেজিস্ট্যান্স কমিটিস'। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.