যদি বেঁচে ফিরতে পারি by নওরোজ ইমতিয়াজ

শুভেচ্ছা আর প্রীতি নিয়ো প্রিয় শহর ঢাকা
যাচ্ছি এবার যমের দেশে আর কি হবে দেখা?
আবার দেখা হতেও পারে, কপাল গুণে যদি
পার হওয়া যায় সাতটি সাগর, তেরোখানা নদী


ডাঙাতে বাঘ, জলে কুমির, কল্পলোকের দানো
সকল বিপদ ওত পেতে রয়, মানো বা নাই মানো।
হাউমাউখাউ রাক্ষসেরা চোখ পাকিয়ে আসে
রাত নামলেই পেত্নিরা সব খলখলিয়ে হাসে।

বলতে পারো, যাচ্ছি কেন? কে বলেছে যেতে?
চুপটি করে বলছি শোনো কান দুখানা পেতে
স্বপ্নে দেখা রাজকন্যা বন্দী পাতালপুরী
রোজ রাত্রে সে-ই যে আমার ঘুম করে নেয় চুরি।
ফিরছি না তাই তাকে ছাড়া, যায় যদি যাক প্রাণ
সবার আগে রাজকন্যার করতে হবে ত্রাণ।
যতই আসুক ঝঞ্ঝা, পাহাড়, সাগর অন্তহীন
আমিই হব ব্রজেন দাস আর মুসা ইব্রাহীম।

বুঝলে, অনেক যুদ্ধ হবে দৈত্য-দানোর সঙ্গে
আমি তো নই তেমন বান্দা, রাজি রণে ভঙ্গে।
ঢাল-তলোয়ার, কামান-মর্টার রেখে গেলাম পিছে
সাহসটুকুই আসল কথা বাকি সবই মিছে।
রাজকন্যাসহ যদি বেঁচে ফিরতে পারি
কথা দিলাম, সবার নেমন্তন্ন আমার বাড়ি।

No comments

Powered by Blogger.