আরও কিছু উদযাপন by মহিউদ্দিন কাউসার

দেশে প্রতিদিনই নানা কিছু উদযাপিত হচ্ছে বেশ আলোড়ন তুলে। তার পরও কিছু বিষয় উদযাপনের তালিকায় বরাবরই উপেক্ষিত থেকে যাচ্ছে। সেসব উদ্যাপন নিয়ে রিপোর্ট করতে কলম হাতে মাঠে নেমেছেন উপেক্ষিতদের বন্ধু

১৫০০০তম ছিনতাই উদযাপন ঢাকাসহ সারা দেশে গতকাল প্রচণ্ড ভাবগাম্ভীর্যের সঙ্গে ১৫০০০তম ছিনতাই উদযাপিত হলো। এ উপলক্ষে সরকার দুটি স্মারক ছুরি ও চাপাতি প্রকাশ করেছে। সকাল হতে না হতেই গুলিস্তান মোড়ে চাক্কু সেলিমের সভাপতিত্বে ঘড়ি ও মোবাইল ফোন ছিনতাইয়ের মাধ্যমে মহান এ দিবসটি উদযাপনের সূচনা হয়। এতে একাত্মতা পোষণ করে মলম পার্টি, ভুয়া র‌্যাব পার্টিসহ আরও অনেক সংগঠন। তারা সরকারের কাছে পুরো বছরটিকেই ছিনতাইবর্ষ হিসেবে ঘোষণা করার দাবি জানান...

ভবন হেলে পড়ার বর্ষপূর্তি উদযাপন
গতকালের ইন্টারনেট পত্রিকা থেকে কপি পেস্ট করে আনা নিউজ থেকে জানা যায়, মালিবাগে একটি হেলে পড়া ভবনের মালিক তাঁর ভবন হেলে পড়ার বর্ষপূর্তি পালন করেছেন। এ উপলক্ষে তিনি আশপাশের বিহ্বল, বিস্মিত ও হতবাক হয়ে পড়া জনতার মধ্যে মিষ্টিপান বিতরণ করেন। এ সময় সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, পিসার হেলানো মন্দিরের চেয়ে তাঁর ভবনটি দুই ডিগ্রি বেশি হেলে পড়েছে, সে হিসেবে ভবিষ্যতে তাঁর ভবন দেখতে আসা দর্শনার্থীদের কাছে পিসার হেলানো মন্দিরের চেয়ে দুই টাকা বেশি দামে টিকিট বিক্রিরও পরিকল্পনা আছে তাঁর। এ বিষয়ে রাজউকের এক কর্মকর্তা বলেন, ভবনটির পারফরম্যান্স পিসার হেলানো মন্দিরের চেয়ে ভালো। কেননা ওটা হেলতে যত বছর লেগেছিল, এটি হেলতে তত দিনও লাগেনি।

ড্রাইভার কিছলুর সড়ক দুর্ঘটনার সেঞ্চুরি উদযাপন
গত পরশু দিনের আগের দিন গাবতলী বাস টার্মিনালে কিংবদন্তি বাসচালক কিছলুর সড়ক দুর্ঘটনার সেঞ্চুরি উদযাপিত হলো। এ সময় সড়কে জমায়েত চালকদের জন্য রাস্তাজুড়ে মনোরম ও অনন্য এক জ্যাম তৈরি হয়, যা জনমানুষকে চলার পথে একটু বিশ্রাম নেওয়ার সুযোগ তৈরি করে দেয়। উপস্থিত চালকনেতা মাখন লাল তাঁর বক্তব্যে বলেন, কিছলুর এই অবিসংবাদিত ক্যারিয়ারে পাঁচ-ছয়বার মানুষ চাপা দিয়েও গণধোলাই খাওয়া কিংবা শাস্তি পাওয়ার কোনো রেকর্ড নেই। এ সময় উপস্থিত চালকেরা কিছলুর গলায় টায়ার পরিয়ে তাঁকে অভিনন্দন জানান। কিছলু উপস্থিত সাংবাদিকদের জানান, তিনি তাঁর এ সমৃদ্ধ ক্যারিয়ারের জন্য যোগাযোগমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। কিছলু দাবি করেন, তিনি গরু-ছাগল চেনেন, ফলে তাঁর এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে...

‘হাতেখড়ি’র মতো ‘মুখেঘুষ’ উদযাপন
সদ্য বিভিন্ন পদে নিয়োগ পাওয়া পুলিশদের একাংশ স্থানীয় এক হোটেলে আয়োজন করল ‘মুখেঘুষ’ অনুষ্ঠানের। শুরুতে নিজেদের মধ্যে টেবিলের নিচ দিয়ে ঘুষ বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর ঘুষ খেয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে রাজি হন তাঁদের অনেকে। একই প্রক্রিয়ায় বেশ কজন বক্তব্যও দেন। এ সময় তাঁরা ঘুষ খাওয়াকে বৈধ ঘোষণা করার দাবি জানান। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল, ঘুষগ্রহণ স্বাস্থ্যের জন্য উপকারী। তাঁরা ঘুষের বিরুদ্ধে সংবাদ করা রিপোর্টারদের হুমকি দিয়ে বলেন, আপনারা ‘আগুন’ নিয়ে খেলবেন না। এ বিষয়ে সংগীতশিল্পী আগুন বলেন, ‘আমাকে নিয়ে কেউ খেলছে না।...’

No comments

Powered by Blogger.