ডাকযোগে পাওয়া

মতামতের জন্য সম্পাদক ছাড়া বাকি সবাই দায়ী রসচিঠি, সবজান্তা বা অন্ত্যমিল বিভাগের জন্য একই খামে উত্তর বা প্রশ্ন পাঠানো যাবে? খামেরও দাম বেড়েছে, শুধু শুধু অপচয় করার কোনো মানে হয় না, তাই না?

শা. ক. দুর্জয়
ঢাকা
 জি, অবশ্যই তাই। অবশ্যই আমাদের অপচয় রোধ করা উচিত। সে জন্য লেখা পাঠানো বন্ধ করে দিন, তা হলে একদমই অপচয় হবে না। আর একই খামে পাঠালে ডাক বিভাগের কেউ ঝামেলা করার কথা নয়।

মাতাল হওয়ার রসবিক্রেতাকে জিজ্ঞেস করলাম, খদ্দের কেমন? উত্তরে সে বলল, ‘আসে যায়, আসে যায়, পরে আসে আর যায় না’। আমাদের রস+আলোর রসবিক্রেতার খবর কী?
পারভেজ আলম
সারিয়াকান্দি, বগুড়া
 ওই রকমই আসে যায়, আসে যায়, পরে আসলেও আর কখনো আসতে চায় না।

গতকাল স্বপ্নে দেখলাম ডাকযোগে পাওয়া বিভাগে আমার লেখা ছাপা হয়েছে। সেটাও কোনো ব্যাপার না। কিন্তু বিষয় হচ্ছে যেটা ছাপা হয়েছে সেটা। সেখানে লেখা দেখি, ‘ধন্যবাদ রিয়াজ, আপনি পাচ্ছেন ১০০ টাকার একটি নতুন ব্যাংক নোট।’ হায়! স্বপ্নটা যদি সত্যি হতো!!
রিয়াজুল হাসান
কাউনিয়া, বরিশাল
 যান, স্বপ্নের প্রথম অংশটা সত্যি করে দিলাম। বাকি অংশটা আরেক দিন দেখা যাবে।

No comments

Powered by Blogger.