বন্যার কারণে গিলানির যুক্তরাষ্ট্র সফর বাতিল

পাকিস্তানে বন্যা-পরিস্থিতির চরম অবনতির কারণে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁর যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল।
ভারী বৃষ্টির কারণে দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে বন্যায় এ পর্যন্ত প্রায় ২৮৯ জন মারা গেছে। বাস্তুহারা হয়েছে প্রায় চার লাখ মানুষ। গত বছরের ভয়াবহ বন্যার পর আবার বন্যার কবলে পড়েছে দেশটি।
বিবৃতিতে বলা হয়, সিন্ধু প্রদেশে বন্যা ভয়াবহ আকার ধারণ করায় প্রধানমন্ত্রী তাঁর নিউইয়র্ক সফর বাতিল করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর পক্ষে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারকে বলেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আজ শনিবার থেকে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন। দুর্গত ব্যক্তিদের জন্য জোরালো ত্রাণ-ত ৎপরতা চালানো হচ্ছে।
গত বছর দেশে যখন ভয়াবহ বন্যা হয়, তখন দেশের বাইরে ছিলেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এ জন্য তাঁকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। দুর্যোগ মোকাবিলায় ত্রাণ সরবরাহে বিলম্বের কারণে বিক্ষোভের মুখে পড়ে সরকার।
নিহতের সংখ্যা বেড়ে ৪০: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় লোয়ারদির জেলায় তালেবানবিরোধী এক ব্যক্তির দাফন অনুষ্ঠানে গত বৃহস্পতিবার চালানো আত্মঘাতী হামলায় নিহত ব্যক্তিদের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে। গতকাল পুলিশ এ কথা জানায়। আহত ৬৭ জন এখনো হাসপাতালে চিকি ৎসাধীন।

No comments

Powered by Blogger.