গ্রিসকে নতুন করে ঋণ দেওয়া নিয়ে ইইউর সিদ্ধান্ত অক্টোবরে

গ্রিসকে নতুন করে ৮০০ কোটি ইউরো প্রণোদনা ঋণ দেওয়া হবে কি না, এ বিষয়ে আগামী অক্টোবরে সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল শুক্রবার পোল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের বৈঠক শেষে ইউরো জোনের প্রধান জাঁ-ক্লদ জাংকার এ তথ্য জানান।
চলমান অর্থনৈতিক সংকট দূর করতে গ্রিসকে নতুন করে এ ঋণ-সহায়তা দেওয়ার প্রশ্নে ইউরো জোনের সদস্যদের মধ্যে বিরোধ রয়েছে। তবে গ্রিস অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিলে বিষয়টি পুনর্বিবেচনা করবে ইইউ। নতুন করে এ ঋণ না পেলে এথেন্স সরকারকে অদূর ভবিষ্যতে দেউলে হতে হবে।
গতকাল সকালে পোল্যান্ডের গ্রচোয়ায় বৈঠক শেষে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, গ্রিসকে ঋণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে আগামী মাসে সিদ্ধান্ত হবে।
ইউরোপীয় অর্থমন্ত্রীদের এ বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী চিমোথি গেইথনারও অংশ নেন। গ্রিসকে প্রণোদনা ঋণ দেওয়ার জন্য ইইউকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কারণ দেশটির আশঙ্কা, ইউরো জোনের চলমান সংকট ইউরোপের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।
গ্রিসকে নতুন করে ঋণ দেওয়ার ব্যাপারে জোর আপত্তি জানিয়ে আসছে ফিনল্যান্ড। ইউরো জোনে চলমান ঋণ-সংকট নিয়ে ১৭টি দেশের এ ব্লকের সদস্যের মধ্যে মতবিরোধ রয়েছে। তাদের এ মতবিরোধ দূর করার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
এদিকে গতকাল গ্রিস বিষয়ে মতবিরোধ দূর না হওয়ায় ডলারের বিপরীতে ইউরোর দাম আবারও পড়ে যায়।

No comments

Powered by Blogger.