ইউএআরএস স্যাটেলাইট পৃথিবীতে ভেঙে পড়তে পারে

০ বছরের পুরোনো একটি মার্কিন স্যাটেলাইট আগামী সপ্তাহের শেষের দিকে পৃথিবীতে ভেঙে পড়তে পারে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) শুক্রবার জানায়, স্যাটেলাইটটি কোথায় ভেঙে পড়বে, তা এখনো তারা জানতে পারেনি। ইউএআরএস স্যাটেলাইট মহাকাশ খেয়া যান ডিসকভারির সাহায্যে ১৯৯১ সালে কক্ষপথে পাঠানো হয়েছিল। ১০ মিটার দৈর্ঘ্য, তিন মিটার প্রস্থের স্যাটেলাইটটির ওজন পাঁচ হাজার ৯০০ কিলোগ্রাম।
নাসা জানায়, বায়ুমণ্ডলের ওপরের স্তরে গবেষণার কাজে নিয়োজিত স্যাটেলাইট (ইউএআরএস) বিধ্বস্ত হওয়ার ক্ষেত্রে জননিরাপত্তা ঝুঁকি ‘একেবারেই কম’। তারা জানায়, স্যাটেলাইটের পুরোটা না হলেও বেশির ভাগই পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার আগেই পুড়ে যাবে। নাসা তাদের ওয়েবসাইটে জানায়, স্যাটেলাইটটি ২৩ সেপ্টেম্বর পৃথিবীতে ভেঙে পড়তে পারে। তবে সময় একটু এদিক-সেদিক হতে পারে। কক্ষপথ থেকে বিচ্যুত স্যাটেলাইটটি ৫৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৫৭ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যেকোনো স্থানে পড়তে পারে।

No comments

Powered by Blogger.