নিউইয়র্কে ফিলিস্তিনিদের বিক্ষোভ

জাতিসংঘে সদস্যপদ পেতে ফিলিস্তিনি চেষ্টায় যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার আভাসে নিউইয়র্কে গত বৃহস্পতিবার বিক্ষোভ হয়েছে। এদিকে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে পশ্চিম তীরে সেনা সমাবেশ বাড়িয়েছে ইসরায়েল। চীনের একটি সরকারি পত্রিকায় বলা হয়েছে, জাতিসংঘে ফিলিস্তিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভেটো মধ্যপ্রাচ্য উত্তেজনাকে আরও উসকে দিতে পারে।
রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আগামী সপ্তাহে জাতিসংঘে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার আভাসে নিউইয়র্কের রাস্তায় নেমে আসে শত শত বিক্ষোভকারী। ফিলিস্তিনি সলিডারিটি কোয়ালিশনের উদ্যোগে এ বিক্ষোভ হয়। ফিলিস্তিন রাষ্ট্রের দাবি, পোস্টার ও প্ল্যাকার্ড বহনকারী বিক্ষোভকারীরা ‘স্বাধীন গাজা’, ‘স্বাধীন ফিলিস্তিন’ বলে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে ইসরায়েলকে সহায়তা দেওয়া বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায়।
এদিকে ইসরায়েলের সংবাদমাধ্যমে গতকাল জানানো হয়, পশ্চিম তীরে তিন ব্যাটালিয়ন রিজার্ভ ফোর্সসহ এক হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের কেন্দ্রীয় কমান্ডার জেনারেল আভি মিজরাহি সেনাদের যেকোনো ধরনের রক্তপাত এড়াতে কঠোর নির্দেশ দিয়েছেন।
চায়না ডেইলি পত্রিকায় গতকাল হুঁশিয়ার করা হয়, বিশ্ব মতামতকে অগ্রাহ্য করে যুক্তরাষ্ট্র জাতিসংঘে ফিলিস্তিনি আবেদনে বাধা দিলে ইসরায়েলই শুধু একঘরে হয়ে পড়বে না, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।

No comments

Powered by Blogger.