ছত্তিশগড়ে মাওবাদী-পুলিশ সংঘর্ষে নিহত ১৫ আসামে ৭ জঙ্গির মৃত্যু

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী ও পুলিশের মধ্যে সংঘর্ষে ১১ জন পুলিশ ও চারজন মাওবাদী নিহত হয়েছে। এ ছাড়া আসাম রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে সাতজন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছেন সেনাবাহিনীর একজন মেজর ও তিনজন পুলিশ।
গত শুক্রবার সন্ধ্যায় ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার ভদ্রকালী থানার জঙ্গলঘেরা মেটলাপেরু গ্রামে মাওবাদীদের সঙ্গে এক সংঘর্ষে ছত্তিশগড়ের সশস্ত্র পুলিশের ১১জন সদস্য নিহত হন। পুলিশের পাল্টা আক্রমণে চার মাওবাদী নিহত হয়। এ ছাড়া তিনজন পুলিশ গুরুতর জখম হয়।
ছত্তিশগড় পুলিশের এডিজি (নকশাল অপারেশন) রামনিবাস বলেন, মাওবাদীরা মেটলাপেরু গ্রামে জড়ো হয়েছে—এই খবর পেয়ে পুলিশ ওই গ্রামে ঢুকলে মাওবাদীরা অতর্কিতভাবে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। মাওবাদীদের ধরার জন্য ওই গ্রামে পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।
এদিকে গত শুক্রবারই বিচ্ছিন্নতাবাদী জঙ্গি অধ্যুষিত আসামের করিমগঞ্জ জেলার বাতাবাড়ী থানার গুটগুটি গ্রামে টহলরত সেনাবাহিনীর একটি দলের ওপর অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। এ সময় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাধে। এতে সাত বিচ্ছিন্নতাবাদী জঙ্গির মৃত্যু হয়।

No comments

Powered by Blogger.