তিনটি বিদ্যুেকন্দ্রসহ আটটি বিষয়ে দরপ্রস্তাব অনুমোদন

তিনটি বিদ্যুেকন্দ্রসহ মোট আটটি বিষয়ে দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, দরপ্রস্তাব অনুমোদন করা বিদ্যুেকন্দ্রগুলো হলো চট্টগ্রাম, কুমিল্লা ও খুলনা। এ ছাড়া মালয়েশিয়া, চীন ও ফিলিপাইন থেকে জুলাই থেকে ডিসেম্বর প্রান্তিকে যে জ্বালানি তেল আমদানি করা হবে, তার প্রিমিয়াম নির্ধারণ করা হয় এই বৈঠকে।
বৈঠকে ৫০ হাজার টন গম আমদানিরও প্রস্তাব অনুমোদন হয় বলে জানান নুরুল করিম।

No comments

Powered by Blogger.