বিমা গ্রাহকেরা অল্প টাকায় ব্যাংক হিসাব খুলতে পারবেন: অর্থমন্ত্রী

বিমা গ্রাহকদের জন্য অল্প টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, বিমা গ্রাহকেরা টাকা পান না, কারণ তাঁদের ব্যাংক হিসাব নেই। অথচ আইনে আছে বিমা গ্রাহকদের ব্যাংক হিসাব থাকতে হবে। ১০ টাকা দিয়ে কৃষকদের জন্য ব্যাংক হিসাব খোলার যে সুযোগ, বিমা গ্রাহকদের জন্যও অল্প টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হবে।
আজ রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
বিআইএর সভাপতি শেখ কবির হোসেনের নেতৃত্বে সংগঠনটির অন্য সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন। তাঁরা কৃষিবিমা, স্বাস্থ্যবিমা চালুরও দাবি জানান।
অর্থমন্ত্রী বলেন, বিমা খাতে দক্ষ জনশক্তির অভাব রয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে এ জনশক্তিকে দক্ষ করে তোলা হবে।

No comments

Powered by Blogger.