মেগরাহিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল

স্কটল্যান্ড সরকার বলেছে, দুই বছর পর্যবেক্ষণের পর বলা যায়, লকারবি বিমান হামলার দায়ে কারাদণ্ড পাওয়া আবদেল বাসেত মেগরাহিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তটি ঠিক ছিল। গতকাল শনিবার স্কটল্যান্ড সরকার আবারও জোর দিয়ে বলেছে, অন্য কোনো কারণে নয়, করুণাবশতই মেগরাহিকে মুক্তি দেওয়া হয়।
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত মেগরাহি আর মাত্র তিন মাস বাঁচবেন—চিকিৎসকেরা এ কথা বলার পর ২০০৯ সালের ২০ আগস্ট স্কটল্যান্ডের কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
গতকাল স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ডের এক মুখপাত্র বলেন, দুই বছর ধরে সূক্ষ্ম পর্যালোচনার পর স্কটল্যান্ড, ব্রিটেন ও মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ ব্যক্তিরা একমত হয়েছেন যে শুধু মানবিক কারণেই ওই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। ওই মুখপাত্র বলেন, ‘আমরা এখনো ওই সিদ্ধান্তকে সঠিক মনে করি। মেগরাহি ক্যানসারে মরতে চলেছেন।’
১৯৮৮ সালের ২১ ডিসেম্বর অধুনালুপ্ত প্যান আমেরিকান বিমান সংস্থার একটি বিমানে বোমা বিস্ফোরিত হলে সেটি স্কটল্যান্ডের লকারবি গ্রামের আকাশে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ২৭০ জনের মৃত্যু হয়।

No comments

Powered by Blogger.