শচীনের ওপর চটেছেন ওয়ার্ন!

জয়পুরের সাওয়াই মান সিং স্টেডিয়ামের উইকেট নিয়ে শচীন টেন্ডুলকারের উক্তি সহজভাবে নেননি রাজস্থান রয়েলসের অধিনায়ক শেন ওয়ার্ন। রাজস্থান রয়েলসের বিপক্ষে গত শুক্রবার সাত উইকেটে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ানস। শচীন এর পরপরই মান সিং স্টেডিয়ামের উইকেটের সমালোচনায় মুখর হয়ে ওঠেন।
এ ব্যাপারে ওয়ার্নের মুখ থেকে বেরিয়ে এসেছে স্পষ্ট বিরক্তি। তিনি বলেছেন, ‘আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না মুম্বাই কেন স্বীকার করছে না যে তারা ৯৪ রানে অল আউট হয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা তাদের উড়িয়ে দিয়েছি, এটা শচীন কিছুতেই স্বীকার করছে না।’
‘আইপিএলে প্রতিটি উইকেটই যত দূর জানি বিসিসিআইর তত্ত্বাবধানে তৈরি হয়। জয়পুরেও সে দিন বিসিসিআইর গ্রাউন্ডস কমিটির লোকজন ছিলেন। সবচেয়ে বড় কথা রাজস্থান কিন্তু মুম্বাইয়ের ৯৫ রান তাড়া করেছে মাত্র তিন উইকেট হারিয়ে। আমাদের ব্যাটিংয়ের সময় তো একবারও মনে হয়নি যে বল ব্যাটে আসছে না।’ ওয়ার্নের মন্তব্য।
এদিকে শচীন টেন্ডুলকার জয়পুরের উইকেট নিয়ে মন্তব্য করার পর বিসিসিআইর একজন কর্মকর্তা সেখানে গিয়ে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে উইকেট নিয়ে বৈঠক করেছেন বলে জানা গেছে।
ওয়ার্ন পুরো ব্যাপারটিকেই বাড়াবাড়ি হিসেবে দেখছেন। তিনি বলেছেন, ‘এই উইকেটেই কলকাতা ১৬০ রানের মতো করেছে। মুম্বাইয়ের রান তাড়া করেছি আমরা খুব সহজেই। তার পরও উইকেট নিয়ে কেন এত কথাবার্তা, তা বুঝতে পারছি না।’
শুক্রবারের ম্যাচ নিয়ে ওয়ার্ন বলেছেন, ‘এটা সবাইকে স্বীকার করতেই হবে, সে দিন আমরা দুর্দান্ত বল করেছি। আমাদের লক্ষ্য ছিল মুম্বাইকে ১৩০-১৩৫ রানের মধ্যে বেঁধে ফেলা। কিন্তু আমরা আশাতীত বল করেই মুম্বাইকে ৯৪ রানে আটকিয়ে দিয়েছি। কিন্তু দুঃখ হচ্ছে, কেউ আমাদের সেই কৃতিত্বটা দিতে চাচ্ছে না।’

No comments

Powered by Blogger.