২৭ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৭টি কোম্পানি আজ সোমবার শেয়ার হোল্ডারদের জন্য পৃথকভাবে লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো—আরামিট সিমেন্ট, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, কে অ্যান্ড কিউ, ইবনে সিনা, গোল্ডেন সন, রংপুর ফাউন্ড্রি, রেনেটা, বিডি থাই, মুন্নু স্টাফলার, সিএমসি কামাল, আরামিট লিমিটেড, এমবি ফার্মা, কেপিসিএল, বিচ হ্যাচারিজ, সোনারবাংলা ইনস্যুরেন্স, প্রভাতী ইনস্যুরেন্স, গ্লোবাল ইনস্যুরেন্স, ফিনিক্স ইনস্যুরেন্স, বেক্সিমকো সিনথেটিক্স, বেক্সটেক্স, শাইনপুকুর সিরামিকস, রূপালী লাইফ ইনস্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ইনটেক অনলাইন ও ফেডারেল ইনস্যুরেন্স।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, আরামিট সিমেন্ট শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। এ ছাড়া ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ও ১:১ রাইট শেয়ার, কে অ্যান্ড কিউ পাঁচ শতাংশ শেয়ার লভ্যাংশ, ইবনে সিনা ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ, গোল্ডেন সন ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ও পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ, রংপুর ফাউন্ড্রি ২১ শতাংশ নগদ লভ্যাংশ, রেনেটা ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ও ৬০ শতাংশ নগদ লভ্যাংশ, বিডি থাই ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ, মুন্নু স্টাফলার ১৫ শতাংশ নগদ লভ্যাংশ, সিএমসি কামাল সাড়ে ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ, আরামিট লিমিটেড ৪০ শতাংশ নগদ লভ্যাংশ, এমবি ফার্মা ৩০ শতাংশ নগদ লভ্যাংশ, কেপিসিএল ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ, বিচ হ্যাচারিজ ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ, সোনার বাংলা ইনস্যুরেন্স ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ, প্রভাতী ইনস্যুরেন্স ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ, গ্লোবাল ইনস্যুরেন্স ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ, ফিনিক্স ইনস্যুরেন্স ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ও ৪:১ রাইট শেয়ার, বেক্সিমকো সিনথেটিক্স ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ, বেক্সটেক্স ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ, শাইনপুকুর সিরামিকস ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ, রূপালী লাইফ ইনস্যুরেন্স ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ, স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ, বেক্সিমকো ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ, বেক্সিমকো ফার্মা ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ, ইনটেক অনলাইন ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ও ফেডারেল ইনস্যুরেন্স ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।

No comments

Powered by Blogger.