তাইওয়ানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ

তাইওয়ানে নতুন একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমে এসেছিল। একজন বিক্ষোভকারী জানায়, জাপানে সম্প্রতি পরমাণু দুর্ঘটনায় উদ্বিগ্ন হয়ে তারা এ বিক্ষোভে অংশ নিচ্ছে।
বিক্ষোভকারীরা সূর্যমুখী ফুল ও হলুদ ব্যানার হাতে নিয়ে তাইওয়ানের বিভিন্ন শহরে মিছিলে অংশ নেয়। তাদের মতে, সূর্যমুখী ফুল পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব শক্তির উৎস ও প্রতীক।
বিক্ষোভ আয়োজকদের প্রধান সুই শু সিন জানান, সবচেয়ে বড় বিক্ষোভটি হয় রাজধানী তাইপেতে। এতে দেশের চতুর্থ পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ বন্ধ রাখার দাবি জানানো হয়। এ ছাড়া সরকারের কাছে দাবি জানানো হয়, বর্তমান তিনটি কেন্দ্রের কার্যকাল না বাড়ানোর।
জাপানের ফুকুশিমায় গত ১১ মার্চ ৯ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী সুনামির পর তাইওয়ানে পরমাণু স্থাপনা বিষয়ে উদ্বেগ বেড়েছে। ওই ভূমিকম্পে জাপানের ফুকুশিমা শহরের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটে। ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়া।

No comments

Powered by Blogger.