ভারতীয় দলে বিদেশি কোচ ‘লজ্জাজনক’: সাঙ্গাকারা

দক্ষিণ আফ্রিকান গ্যারি কারস্টেনের দায়িত্ব শেষ। মহেন্দ্র সিং ধোনিদের দেখাশোনার দায়িত্ব এখন জিম্বাবুয়ে বংশোদ্ভূত ইংল্যান্ডের সাবেক কোচ ডানকান ফ্লেচারের কাঁধে। এ নিয়ে চলছে বিতর্ক। কেউ বলছেন, ফ্লেচারকে নিয়োগ দেওয়া ঠিক হয়নি, কেউবা বলছেন সঠিক সিদ্ধান্ত। ফ্লেচারের যোগ্যতা-অযোগ্যতা নিয়ে প্রশ্ন নেই কুমার সাঙ্গাকারার। তবে তাঁকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যায়িত করেছেন শ্রীলঙ্কার সাবেক এ অধিনায়ক।
‘অনেক ভালো ক্রিকেটারের জন্ম হয়েছে এখানে। অথচ জাতীয় দলের কোচ হিসেবে যোগ্য কাউকেই পায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। এটা ভারতের জন্য লজ্জার’—এনডিটিভিকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন সাঙ্গাকারা।
নিজের বক্তব্যকে আরও জোরালো করতে সাঙ্গাকারা যোগ করেন, ‘দেশের মাটিতে বেড়ে ওঠা তারকাদেরকেই কোচ নিয়োগে এগিয়ে রাখা উচিত। ক্রিকেটারদের ভালো লাগা, মন্দ লাগা স্বদেশি কারও পক্ষেই সবচেয়ে সহজে উপলব্ধি করা সম্ভব।’

No comments

Powered by Blogger.