‘পুরোপুরি আধ্যাত্মিক নেতার’ দায়িত্ব পালন করবেন দালাই লামা

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন, ভারতে তিব্বতের নির্বাসিত সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লবসাং সাঙ্গের কাছে ‘আইনসংগত রাজনৈতিক কর্তৃত্ব’ হস্তান্তরের পর তিনি ‘পুরোপুরি আধ্যাত্মিক নেতা’ হিসেবে দায়িত্ব পালন করবেন।
গতকাল শুক্রবার জাপানে ভূমিকম্প ও সুনামিতে নিহত ব্যক্তিদের জন্য আয়োজিত এক প্রার্থনা সভায় সভাপতিত্ব করার পর দালাই লামা এ কথা বলেন।
দালাই লামা বলেন, ‘আমি এখন আমার আইনসংগত রাজনৈতিক কর্তৃত্ব নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। এর অর্থ এই নয় যে আমি দালাই লামার পদ থেকে পদত্যাগ করছি।’
লবসাং সাঙ্গে তিব্বতের নির্বাসিত সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার দুই দিন পর দালাই লামা এ মন্তব্য করলেন।

No comments

Powered by Blogger.