পুঁজিবাজারে আজ কমেছে সূচক ও লেনদেন

দেশের পুঁজিবাজারে আজ সোমবার নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও দিন শেষে সাধারণ সূচকের পাশাপাশি লেনদেন কমেছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে ওঠানামা থাকবে। তবে খুব বেশি সূচক বাড়া বা খুব বেশি সূচক কমা বাজারের জন্য খারাপ লক্ষণ। এই দিক থেকে বিবেচনা করলে আজকের অবস্থা অনেকটা বাজারের জন্য সহনীয়। তা ছাড়া পুঁজিবাজারের কারসাজি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঞ্চার হলেও অনেক বড় বড় বিনিয়োগকারী এখনো বাজার থেকে দূরে রয়েছেন। ফলে বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুতে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৩ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টা ২৫ মিনিটে সূচক ৪০ পয়েন্ট কমে যায়। এরপর সূচক একাধিকবার ওঠানামা করে। তবে দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫৯.৪৬ পয়েন্ট কমে ৫৯৯১.৩৮ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে হাতবদল হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৫৮টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের দাম। আজ ডিএসইতে ৫০৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৫৭ কোটি টাকা কম।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২২৭.৯৫ পয়েন্ট কমে ১৬৭১৩.২০ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৩৯টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৭১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা কম।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো, বেক্সটেক্স, আরএন স্পিনিং, ডেসকো, এনবিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউসিবিএল, বিএসআরএম স্টিল, ফু-ওয়াং ফুডস ও আফতাব অটো।
আজ সবচেয়ে বেশি বেড়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম। এ ছাড়া আরএন স্পিনিং, ফু-ওয়াং ফুডস, পঞ্চম আইসিবি, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড ওয়ান ব্যাংক ও রেনেটা দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
অন্যদিকে ডিএসইতে আজ সবচেয়ে বেশি কমেছে ইউএলসির শেয়ারের দাম। এ ছাড়া বিডি ফিন্যান্স, আজিজ পাইপস, এমবি ফার্মা, শাইনপুকুর সিরামিকস, কে অ্যান্ড কিউ, মুন্নু স্টাফলার, ঝিলবাংলা, আরামিট লিমিটেড ও বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডস দাম কমে যাওয়া শীর্ষ ১০ এর তালিকায় রয়েছে।

No comments

Powered by Blogger.