মাওবাদীদের দমনে রাস্তার কুকুর!

ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদীদের দমনে এবার রাস্তার কুকুর ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। এরই মধ্যে চারটি কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়েছে। কুকুর চারটির নাম দেওয়া হয়েছে তেজা, সেল্লি, হেনা ও রলি।
জানা গেছে, এত দিন ভূমিমাইন নিষ্ক্রিয় করতে ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড-জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করছিল পুলিশ। তবে বিদেশি কুকুরকে টেক্কা দিতেই রাস্তার কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার ওই উদ্যোগ নেওয়া হয়। বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করার কাজে এসব কুকুর ব্যবহার করা হবে। ধারণা করা হচ্ছে, এতে পুলিশের প্রাণহানির ঝুঁকি অনেক কমে আসবে।
ছত্তিশগড়ের কাঁকের জেলার ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড জাঙ্গল ওয়েলফেয়ার কলেজ’ বা সিটিজেডব্লিউ কুকুরগুলোকে প্রশিক্ষণ দিচ্ছে। সিটিজেডব্লিউর পরিচালক ও কুকুর প্রশিক্ষণ পরিকল্পনার প্রধান রূপকার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বি কে পনওয়ার বলেন, রাস্তার কুকুর সব ধরনের পরিবেশ মানিয়ে নিতে পারে। বিরূপ আবহাওয়া বা পরিবেশের কারণে এরা ক্লান্ত হয় না। এ কারণেই রাস্তার কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

No comments

Powered by Blogger.