প্রাইম ব্যাংকের ৩৫ শতাংশ শেয়ার ও ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রাইম ব্যাংক লিমিটেড ২০১০ সালের বার্ষিক হিসাবের ভিত্তিতে শেয়ার হোল্ডারদের জন্য ৩৫ শতাংশ শেয়ার ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ রোববার হোটেল শেরাটনে প্রাইম ব্যাংকের ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ ঘোষণা দেওয়া হয়। এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী।
আজম জে চৌধুরী শেয়ার হোল্ডারদের ধন্যবাদ জানিয়ে বলেন, ব্যাংকের প্রতি তাঁদের অবিচল আস্থার কারণেই ব্যাংক সাফল্য অর্জন করেছে।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাইম ব্যাংক ২০১০ সালে নিরীক্ষিত হিসাব অনুযায়ী ৩০০ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে। আমানতের পরিমাণ গত বছরের ১০ হাজার ৬৯৬ কোটি থেকে বেড়ে ১২ হাজার ৪৫২ কোটি টাকায় উন্নীত হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১৬ শতাংশ। ঋণ পোর্টফোলিওর পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি টাকা, যা ২০০৯ সালের আট হাজার ৯২৫ কোটি টাকার তুলনায় ২৫ শতাংশ বেশি।
সভায় প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মিসেস শাহনাজ কাশেম, নির্বাহী কমিটির ভাইস চেয়ারপারসন মিসেস হাসিনা খান, অডিট কমিটির চেয়ারম্যান আইনুন নিশাত, পরিচালক মোহাম্মদ আমিনুল হক, কাজী সালিমুল হক, সিরাজুল ইসলাম মোল্লা, খন্দকার মোহাম্মদ খালেদ, এম এ খালেক, মিসেস মুসলিমা শিরীন, মফিজ আহমেদ ভূঁইয়া, মিসেস মেহেরুন্নেসা হক, মিসেস রাজিয়া রহমান, মনজুর মোর্শেদ, প্রফেসর মোহাম্মদ আসলাম ভূঁইয়া ও মোহাম্মদ দেলোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এম. রিয়াজুল করিম, আহমেদ কামাল খান চৌধুরী, আই বি চৌধুরী ও গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.