পুঁজিবাজারে সূচকের সঙ্গে কমেছে লেনদেন

আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের পুঁজিবাজারে সাধারণ সূচকের পতন হয়েছে। পাশাপাশি কমেছে লেনদেনও। এ নিয়ে টানা চার দিন সূচকের পতন হলো পুঁজিবাজারে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের কারসাজি তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পেশ নিয়ে অনেক বড় বড় বিনিয়োগকারীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই তাঁরা বাজার থেকে দূরে থাকছেন। ফলে বাজারে লেনদেনও কমেছে। তদন্ত প্রতিবেদন কেমন হয়, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তাঁরা।
এ সপ্তাহের মধ্যে তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭০.১৮ পয়েন্ট কমে ৬,০৯৪.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ নিয়ে চার দিনে সূচক কমল ৪৩৪ পয়েন্ট। আজ লেনদেনের ২০ মিনিটের মাথায় সূচক ৮০ পয়েন্টের বেশি নেমে যায়। এর পর সূচক কিছুটা ঘুরে দাঁড়ালেও বেলা সাড়ে ১১টায় আবারও সূচকের পতন শুরু হয়। এরপর একাধিকবার ওঠানামার পর নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শেষ হয়।
ডিএসইতে আজ মোট ২৬০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৬টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে আজ ৬২৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২৪২ কোটি টাকা কম।
এ দিকে আজ ডিএসইতে তালিকাভুক্ত ব্যাংকিং, অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ও বিবিধ খাতের বেশির ভাগ শেয়ারের দাম কমলেও মিউচুয়াল ফান্ড ও ওষুধ খাতের বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। তবে প্রকৌশল, জ্বালানি, বিমা ও বস্ত্র খাতে মিশ্র অবস্থা দেখা গেছে।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, গোল্ডেন সন, তিতাস গ্যাস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আরএন স্পিনিং, ম্যাকসন স্পিনিং, দেশবন্ধু পলিমার, আফতাব অটোমোবাইলস, বেক্সটেক্স ও সিঙ্গার বাংলাদেশ।
আজ সবচেয়ে বেশি বেড়েছে বিডি অটোকারের শেয়ারের দাম। এ ছাড়া কেয়া ডিটারজেন্ট, অ্যাপেক্স ফুড, আইসিবি ইসলামিক মিউচুয়াল ফান্ড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বঙ্গজ, ফাইন ফুড, প্রাইম ফিন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, তৃতীয় আইসিবি মিউচুয়াল ফান্ড ও ফার্মা এইড দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের দাম। এ ছাড়া সোস্যাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, উত্তরা ব্যাংক, নর্দান ইনস্যুরেন্স, অ্যাপেক্স অ্যাডালচি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সিএমসি কামাল ও অলটেক্স দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে।
অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ৯৯.২৭ পয়েন্ট কমে ১৭১৪৬.৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সিএসইতে ১৯২টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৯২টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ মোট ৭৫ কোটি টাকার লেনদেন হয়, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২৯ কোটি টাকা কম।

No comments

Powered by Blogger.