কায়রোতে রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ

মিসরের রাজধানী কায়রোতে গত শুক্রবার দুই হাজারের বেশি লোক বিক্ষোভ করেছেন। তাঁরা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের দ্রুত বিচারসহ আরও রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ করেন। রাষ্ট্রনিয়ন্ত্রিত এমইএনএ সংবাদ সংস্থার খবরে এ কথা বলা হয়।
এক হাজার বিক্ষোভকারী জড়ো হন তাহরির স্কয়ারে। এখানে তাঁরা জাতীয়তাবাদী স্লোগান দেন এবং মোবারক ও তাঁর সরকারের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার দাবি করেন। এ ছাড়া তাঁরা রাজনৈতিক কারাবন্দীদেরও মুক্তির দাবি জানান।
তাহরির স্কয়ার ছিল সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভের প্রাণকেন্দ্র। এই বিক্ষোভের ফলে ১১ ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।
কায়রোতে একই দিন এক হাজার খ্রিষ্টান বিক্ষোভ করেন। তাঁরা আগের বিক্ষোভে আটক বন্দীদের মুক্তি ও সম্প্রতি যে সহিংসতা হয়েছে, সেই ঘটনার দ্রুত তদন্ত দাবি করেন। এ ছাড়া আরও ৫০০ জন বিক্ষোভকারী দেশটির রাষ্ট্রীয় টেলিভশন ও রেডিও ভবনের সামনে বিক্ষোভ করেন।

No comments

Powered by Blogger.