ক্যালিস কেন নিশ্চুপ

বিশ্বকাপের শুরুর দিকে অনেকেই খেয়াল করেছিল, কাল মিরপুরেও দেখা গেল। পুরো দল আরামে দাঁড়াও ভঙ্গিতে আবেগ নিয়ে জাতীয় সংগীত গাইছে। কিন্তু জ্যাক ক্যালিস নিশ্চুপ। ঠোঁটও মেলাচ্ছেন না! এ নিয়ে স্বাভাবিকভাবেই একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারত। বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ এখনো স্পর্শকাতর একটা বিষয়। অনেকে এর পেছনে অন্য কারণও খুঁজে নিতে পারত। কিন্তু ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) বিবৃতি দিয়ে সেটির সুযোগ দেয়নি। সিএসএর প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা ব্যাখ্যা দিয়েছেন, কেন জাতীয় সংগীতের সময় ক্যালিস এত চুপচাপ থাকেন।
কদিন আগে ক্যালিস তাঁর বাবা-মা দুজনকেই হারিয়েছেন। ক্যালিসের বাবা ছিলেন তাঁর খুবই কাছের। বন্ধুর মতো। ক্রিকেটে ক্যালিসের প্রথম গুরুও ছিলেন তাঁর বাবা। মাজোলা বলেছেন, ‘জ্যাক আমাকে জানিয়েছে, জাতীয় সংগীতের সময় ও মনে মনে, একেবারে হূদয় দিয়ে গানটি গায়। এভাবেই ও তার বাবা-মাকে স্মরণ করে; কৃতজ্ঞতা জানায় ক্যালিসকে দক্ষিণ আফ্রিকার একজন গর্বিত প্রতিনিধি হিসেবে গড়ে তোলার জন্য। জাতীয় সংগীতের প্রতি তাঁর অশেষ শ্রদ্ধা। বিশ্বের বিভিন্ন প্রান্তে দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করার প্রতিটি মুহূর্ত সে সযত্নে লালন করে।’

No comments

Powered by Blogger.