শচীন যেকোনো কৌশলকেই গুঁড়িয়ে দিতে জানেন: হাফিজ

এইতো কালই পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন, শচীন টেন্ডুলকারকে তাঁর শততম আন্তর্জাতিক সেঞ্চুরির জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ, মোহালিতে পাকিস্তানি বোলাররা শচীনকে এই অনির্বচনীয় সম্মান থেকে বঞ্চিত করতে যা যা করা প্রয়োজন তার সবই করবে।
তবে অধিনায়কের মন্তব্যে শ্রদ্ধা থাকলেও পাকিস্তানি উদ্বোধনী ব্যাটসম্যান ও অফ স্পিনার মোহাম্মদ হাফিজ বলেছেন, ‘শচীনকে প্রতিরোধ করতে সব দলই কৌশল খাটায়। কিন্তু তিনি এমন মাপের একজন খেলোয়াড় যিনি পৃথিবীর যেকোনো কৌশলকেই ভেঙে চুরমার করে দিতে জানেন।’
শচীন টেন্ডুলকারের প্রশংসায় পঞ্চমুখ হাফিজ আরো বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ২২ বছর অতিক্রম করে ফেলার পরেও শচীন টেন্ডুলকার দারুণ ফর্মে রয়েছে। ব্যাপারটি সত্যিই অচিন্তনীয় ও যেকোনো খেলোয়াড়ের জন্য অনুকরণীয়।’
হাফিজের মতে, কোনো প্রশংসাই এই মহান ক্রিকেটারের জন্য যথেষ্ট নয়। তাঁর প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলাটা খুবই স্বাভাবিক। এক কথায় শচীন টেন্ডুলকার একজন গ্রেট ক্রিকেটার। তিনি সর্বকালের সেরা।’

No comments

Powered by Blogger.