কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ছেড়ে দেওয়া ৬৫টি আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। গত শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে দলের কেন্দ্রীয় নেতা শাকিল আহমেদ ওই তালিকা ঘোষণা করেন। এ তালিকা অনুযায়ী সাতটি আসনে নারী প্রার্থীদের নাম রয়েছে।
এর আগে কংগ্রেস-তৃণমূল জোটের প্রধান শরিক তৃণমূল কংগ্রেস ২২৯টি আসনে প্রার্থীদের তালিকা ঘোষণা করে। এবার পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতি মানস ভূঁইয়া এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি মনোনয়ন পেয়েছেন।
২৯ বছর পর অবসর: দীর্ঘ ২৯ বছর একটানা স্পিকারের দায়িত্ব পালন করার পর ওই পদ থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার হাসিম আবদুল হালিম। গত শুক্রবার বর্তমান বিধানসভা অধিবেশনের শেষ দিনে তিনি এ ঘোষণা দেন। ওই অধিবেশনে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সবার মঙ্গল কামনা করে বলেন, পঞ্চদশ বিধানসভা আরও শক্তিশালী ও গতিশীল হবে।
একই সঙ্গে স্পিকার হাসিম আবদুল হালিমও ঘোষণা দেন, এটিই তাঁর বিধানসভার শেষ অধিবেশন। এবার তিনি অবসরে যাবেন। ১৯৮২ সালের ৬ মে তিনি এই পদের দায়িত্ব নেন।

No comments

Powered by Blogger.