জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৭৮

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামির টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তের সপক্ষে শ্রীলঙ্কার পুরো ইনিংসে কোনো সমর্থন মিলল না। শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা অনেকটা হেসে-খেলেই ক্যারিবীয় বোলারদের সামলিয়ে তুলে নিলেন ২৭৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ। শ্রীলঙ্কার এই সংগ্রহে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ও অভিজ্ঞ ব্যাটসম্যান মহেলা জয়বর্ধনে। সাঙ্গাকারা ৭৫ রানে ও জয়বর্ধনে ৪৪ রানে ফিরে না গেলে এই সংগ্রহটা আরো বাড়তে পারতো। সাঙ্গাকারা ও জয়বর্ধনের পাশাপাশি থারাঙ্গা, দিলশান ও অ্যাঞ্জেলো ম্যাথুজের নাতি-দীর্ঘ তিনটি ইনিংস বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার ব্যাটিং আত্মবিশ্বাস বাড়িয়ে দিল আরো বহুগুণ।
ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ বোলারই অধিনায়ক স্যামির আগে ফিল্ডিং করার সিদ্ধান্তকে সম্মান জানাতে পারেন নি। স্পিনার সুলিমনি বেন ৩৮ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার রান সংগ্রহে কিছুটা লাগাম টেনে ধরলেও রবি রামপাল, ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামিরা ছিলেন একেবারেই ব্যর্থ। ব্রাভো ২ উইকেট নিলেও রান দেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন বেশ উদারহস্ত। ১০ ওভার বল করে তিনি দিয়েছেন ৫৮ রান। ক্রিস গেইল নিজের ১০ ওভারে কোনো উইকেট না পেলেও মাত্র ৩৪ রান দেওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপে তিনি ছিলেন চমত্কার এক ব্যতিক্রম।

No comments

Powered by Blogger.