ইউনিপেটুইউর ১১০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ বহাল

ইউনিপেটুইউর ১১০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ বহাল রয়েছে। ব্যাংক হিসাব জব্দ করে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে করা রিটটি খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এর আগে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার দুপুরে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন।
রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলাতাফ হোসেন প্রথম আলোকে জানান, ব্যাংক হিসাব জব্দের বিরুদ্ধে করা রিট খারিজ করে রায় দিয়েছেন আদালত। ফলে ইউনিপেটুইউর ১১০টি ব্যাংক হিসাব জব্দের আদেশ বহাল থাকল।
জানা যায়, গত বছরের ৬ জুলাই নিম্ন আদালতের এক আদেশে ইউনিপেটুইউর ১১০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির পক্ষে মুনতাসির হোসেন ও শহীদুজ্জামান হাইকোর্টে রিট করেন।
রিটের প্রাথমিক শুনানি শেষে গত বছরের ২৬ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন এবং নিম্ন আদালতের আদেশ স্থগিত করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত তা খারিজ করে রায় দেন। পাশাপাশি এর আগে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়।
আদালতে আবেদনকারীর পক্ষে রোকনউদ্দিন মাহমুদ ও দুদকের পক্ষে আনিসুল হক ও এম এ আজিজ খান মামলাটি পরিচালনা করেন।

No comments

Powered by Blogger.