কাশ্মীরে হাজার হাজার লোকের বিক্ষোভ

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে গতকাল শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
গত শুক্রবার রাতে গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের ৮০ কিলোমিটার উত্তরে হান্দওয়ারা শহরে মঞ্জুর আহমদ মাগরে (২১) নামের ওই ছাত্রকে গুলি করে হত্যা করেন সেনাসদস্যরা।
টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, কয়েক হাজার মানুষ সড়কে নেমে ক্ষোভ প্রকাশ করছে।
এক বিবৃতিতে সামরিক বাহিনীর মুখপাত্র জে এস ব্রার জানান, এ ঘটনার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। তিনি জানান, সেনাবাহিনীর থামার নির্দেশ অমান্য করায় মঞ্জুর আহমদকে গুলি করা হয়।
এদিকে মঞ্জুর আহমদের স্বজনেরা সামরিক বাহিনীর এই বক্তব্য অস্বীকার করে জানান, মঞ্জুরের মৃতদেহে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পায়ে শুধু একটি গুলির ক্ষতচিহ্ন রয়েছে।
হান্দওয়ারার পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ আসলাম জানান, মঞ্জুর হত্যাকাণ্ডে জড়িত সেনাসদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

No comments

Powered by Blogger.