দৈনিক ক্ষতি ৩১ কোটি ডলার

চলমান সরকারবিরোধী বিক্ষোভে মিসরের দৈনিক ক্ষতির পরিমাণ কমপক্ষে ৩১ কোটি ডলার। ফ্রান্সভিত্তিক ক্রেডিট অ্যাগ্রিকোল ব্যাংকের এক বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকটির অর্থনীতিবিদেরা বলছেন, মোবারকবিরোধী এ বিক্ষোভের কারণে চলতি বছর মিসরের প্রবৃদ্ধি ৫ দশমিক ৩ থেকে কমে ৩ দশমিক ৭ হতে পারে।
মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে গত ১২ দিন ধরে দেশটির নানা স্থানে বিক্ষোভ চলছে। বিক্ষোভের কারণে দেশটির ব্যাংক ও শেয়ারবাজার বেশ কয়েক দিন ধরে বন্ধ রয়েছে। এ ছাড়া প্রধান শহরগুলোর অনেক শিল্প-কারখানাও বন্ধ রাখা হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, এ সংকটের কারণে দ্রব্যমূল্যও বৃদ্ধি পাবে। তা ছাড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দেশটির পর্যটন খাত। মিসরে পর্যটন মৌসুমের এখন মাঝামাঝি সময়। আগামী মে মাস পর্যন্ত এ মৌসুম স্থায়ী হবে। সহিংস বিক্ষোভের কারণে দেশটিতে অবস্থানরত অনেক পর্যটকই ইতিমধ্যে মিসর ছেড়ে গেছেন। অনেক দেশ তাদের নাগরিকদের মিসর ভ্রমণের ব্যাপারে নিরুৎসাহিত করছে। এ ছাড়া চরম অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেক বিদেশি বিনিয়োগকারী মিসরে তাঁদের কার্যক্রম স্থগিত রেখেছেন। ফলে প্রতিদিনই মিসরকে গুনতে হচ্ছে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি।

No comments

Powered by Blogger.